নিজস্ব প্রতিবেদক: এই সময়ের জনপ্রিয় ইউটিউবার আর এস ফাহিম চৌধুরীর সাথে কথা বলেছেন দৈনিক প্রত্যয়’র প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ;
কেমন আছেন?
ফাহিম :হ্যাঁ ভালো আছি!
ইউটিউবিং কবে থেকে শুরু করেন?
ফাহিম: ইউটিউবিং নিয়ে শুরুতে আমার এতো মাথা ব্যথা ছিলনা শুধু আমি আমার স্টান্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউব ব্যবহার করতাম সময়টা ২০১৫ এর দিকে ছিল।
এখন কি কি কন্টেন্ট বানাচ্ছেন?
ফাহিম : অনেকেই অনেক কিছু আমার কন্টেন্ট নিয়ে বলে থাকেন,তারা ভাবে যে Rs Fahim Chowdhury সবসময় আপনাদের সামনে শুধু বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট দিয়েই যাবে, তাদেরকে এটাই বলব যে সবসময় আমি ভালো কন্টেন্ট দিয়ে যেতে পারবোনা আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার মধ্যে বেস্ট দেওয়ার ট্রাই করি, কারণ আমাকে দেখলে হয়তো বুঝা যায় না যে কতটা মেন্টালি প্রেসার এ থাকি, এছাড়া আরো অনেক পার্সনাল সমস্যা সবসময় লেগেই থাকে, এতসব কিছু এক সাইটে রেখে আমি যতটুকু পারি আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে যাচ্ছি তবে ইনশাআল্লাহ্ সামনে আমি অনেক ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরব।
দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
ফাহিম: দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছি বলতে যারা আমার রিগোলার অডিয়েন্স তাদের রেসপন্সটা সবসময় আমি আলহামদুলিল্লাহ পজিটিভ পাচ্ছি আমার কোনো দিকে কমতি থাকলে তারা সেটা আমার কাছে তুলে ধরে যেটা আমাকে অনেক হেল্প করে।আর যারা নতুন তারা ও আলহামদুলিল্লাহ ভালো রেসপন্সই দিচ্ছে এখন তাদের এক্সপেক্টেশন পূরণ করার জন্য আমি আর আমার টিম সবসময় একটু বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে আসছি
বর্তমান সাবসক্রাইবার কত?
ফাহিম: আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার বর্তমান সাবস্ক্রাইবার প্রায় সাড়ে আট লক্ষ হয়ে গেছে যদি এভাবে ভালোবাসা দিয়ে যান তাহলে ইনশাআল্লাহ খুব শীগ্রই আমরা ১০ লক্ষ এ পৌঁছে যাবো।
ভবিষ্যতে আপনি কি কি কন্টেন্ট তৈরি করতে চান?
ফাহিম: সেটা এখন না বলি কিছু তো টুইস্ট রাখা দরকার
এটা সময় হলেই দেখতে পারবে দর্শকেরা।
ইউটিউব নিয়ে ভবিষ্যত ভাবনা কি?
ফাহিম : ভবিষ্যত ভাবনা বলতে আমি আপনাদের ভালোবাসার স্থানটা সবসময় ধরে রাখতে চায় আর আপনাদের সাপোর্টৈ অনেক ভালো ভালো কিছু বাংলাদেশের ইউটিউব প্লাটফর্মকে দিতে চায়,আর সবসময় বাংলাদেশকে রিপ্লেসমেন্ট করতে চায়।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অসামাজিক অনেক কিছুই ভাইরাল হয় সেগুলো সমন্ধে আপনার মন্তব্য কি?
ফাহিম: শুরুতেই বলব এটাই বাংলাদেশকে অনেক কিছু থেকে পিছিয়ে রেখেছে,যখনি কেউ কিছু করতে অনেক স্ট্রাগল করে একটা প্লাটফর্ম তৈরি করে তখন কিছু মানুষ আছে যারা সেই মানুষগুলোদের নিচে নামানোর জন্য লেগে থাকে, এসব ব্যাপারগুলো আমার একটু কষ্ট হয় ইগনোর করতে, কেননা যখন মানুষ আমাকে না চিনে আজেবাজে বলে তখন আমি এতো পাত্তা দেইনা কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে নানাভাবে ডিমোটিবেট করে, আমার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা বলে তখন সেটা সবসময় আমার পক্ষে ইগনোর করা সম্ভব হয়না কারন আমার পরিবারকে কেউ কিছু বলবে এতো সহজ মানুষ আমিনা, ওই মানুষগুলো যারা এসব করে তাদের কাছে আমার একটাই আবদার আপনারা আমাকে আজেবাজে বললে বলেন আমিও এনজয় করি,বাট আমাকে ছাড়া আমার পরিবার বা অন্য কাউকে নিয়ে কেউ কিছু বলবেন না
করোনাকালীন সময় কেমন কাটছে?
ফাহিম: সত্যি বলতে একটুতো কষ্টকর যাবেই কেননা করোনা সময়,তবে আমি আমার টিম মেম্বারদের নিয়ে আর পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কাটিয়েছি মাঝে মাঝে জীবনের অনেক খারাপ সময় ও এসেছে এই করোনাই , অনেক মানুষ চিনতে পেরেছি , আসল নকল সব দেখেছি,ঐ সময়টাতে মহান আল্লাহ পাকের দয়ায় সবকিছুর সাথে লড়াই করে টিকে থাকতে পেরেছি এই সবশেষে আলহামদুলিল্লাহ বলব।
দর্শকদের উদ্দেশ্য করোনাকালীন সময়ে কি বলবেন?
বর্তমান সময়ে সবচাইতে আতঙ্কের কারণ প্রাণঘাতী করোনা ভাইরাস। লকডাউন এর এই সময়টাতে প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সচেতনতা অবলম্বন করুন টিকা নিন সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ভালোবাসা সব সময়।