সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাগেরহাটের মোংলায় উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। শুক্রবার (২১এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকালে চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য এম নুরুল আমিন বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় ও আনন্দ উৎসব হয়ে আসছে। এ মসজিদে মোংলার সুন্দরবন, চিলা ও মিঠাখালী ইউনিয়নসহ পাশের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার নারী-পুরুষ ঈদ জামাতে শরিক হন। জামাতে প্রায় আড়াইশ নারী-পুরুষ ও শিশু অংশ নেয় বলে জানান তিনি। পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়াল মাসের নতুন চাঁদ, পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ, এমটাই প্রত্যাশা করেন
মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।