1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

স্কোয়াডে ‘৫’ পেসার রাখার কারণ জানালেন নান্নু

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৮ Time View

ওয়েব ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে পেসারই আছেন পাঁচজন। ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট একাদশে সাধারণত দুই পেসার রাখা হয়। অনেক সময় তো এক পেসার দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। সেখানে পাঁচ পেসারের অন্তর্ভুক্তি অবাক হওয়ার মতোই। দলে এত পেসার রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আজ সোমবার প্রধান নির্বাচক জানালেন, ‘প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনো অনেক দেরি। এর আগে কারো কোনো সমস‌্যা হলে যেন ব‌্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন‌্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে।’

২০১৯ সালে সবশেষ এই দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। সেখানে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল রশিদ খানের দল। তবে তখনকার দল থেকে বাংলাদেশের বর্তমান দল অনেক ম্যাচিউর এমনটাই মনে করেন নান্নু, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো।’

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল নিয়ে নান্নু বলছিলেন, ‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব।’

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..