নিজস্ব প্রতিবেদক: ছত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারি আবজাল হোসেনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।
গত ২৬ আগস্ট আবজাল হোসেন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই দুই মামলায় দুদক আবজালের ১০দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করে দেন। এদিন রিমান্ড শুনানিকালে আবজাল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল রিমান্ড মঞ্জুরের এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এদিকে মামলা দুইটির মধ্যে একটিতে আবজাল হোসেন একা আসামি এবং অপর মামলায় তার স্ত্রী রুবিনা খানম যৌথভাবে আসামি। যিনি পলাতক আছেন।
মামলা দুটিতে আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মামলায় দীর্ঘ সময় ধরে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানিলন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে।