দৈনিক প্রত্যয় ডেস্কঃ হঠাৎ করেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো ওই জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে সব ধরনের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে অনলাইনে ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ও স্নাতক সম্মান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে মাউশি।
আগামী ২১ জুনের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ সময় শিক্ষার্থীদের তথ্য পূরণ করে তালিকা শিক্ষা অধিদপ্তরেও পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
ডিপিআর/ জাহিরুল মিলন