নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশাচালক মো. শরীফ মিয়াকে (২৪) হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সেলিম (৩৯) নামে এক ঘাতক ছিনতাইকারীকে মঙ্গলবার (২৩ মে) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীফ গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
সেলিম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। এর আগে রোববার রাতে নিকলী—করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কে উপজেলার গুনধর ইউনিয়নের বানিয়াচাঁন ব্রীজের নিচে নিয়ে গিয়ে শরীফ মিয়াকে যাত্রীবেশে ছিনতাইকারীরা ঢালাই পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ঢালাই পাথর, ঘাতকদের একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান বাদী হয়ে সোমবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর করিমগঞ্জ থানা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার ফকির মার্কেটে অভিযান পরিচালনা করে ঘাতক সেলিমকে গ্রেপ্তার ও ছিনতাই করে নিয়ে যাওয়া নিহত শরীফ মিয়ার অটোরিকশাটি উদ্ধার করে।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বলেন, গাজীপুর থেকে এ ঘটনার আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।। এ সময় ছিনতাইয়ের অটোরিকশাটি উদ্ধার করা হয়।