স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের নাজুক অবস্থা। শনিবার নেদারল্যান্ডসের কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। এই হার বাংলাদেশের বিদায় অনেকটা নিশ্চিত করে দিয়েছে। তবে ক্রিকেটাররা এসব নিয়ে ভাবতে চান না। নিজেদের ঘরের অন্ধকারে লুকিয়েও রাখছেন না। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনারের নৈশভোজে তারা বেশ ফুরফুরে মেজাজে সময় পার করেছেন।
রোববার রাতে হাই কমিশনারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দল, বিসিবির শীর্ষ কর্মকর্তা ও বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
সেখানে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচসহ পুরো দলই হাজির হয়েছিলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
বিসিবির একজন পরিচালক বলেন, কিছুটা সময় যদি ক্রিকেটাররা একটু ফুরফুরে মেজাজে থাকতে পারে তাহলে খুব ভালো। পরের ম্যাচগুলোতে তারা যেনো ভালো মনোবল নিয়ে নামতে পারে সেটাই চাইছি আমরা।’
বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটারদের সাহস ফেরাতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমাদের সামনে আরো তিনটা ম্যাচ রয়েছে। এই সব ম্যাচে কিভাবে ভালো করতে পারি তারই চেষ্টা করা হচ্ছে। এটা করতে এখন দুটো জিনিস দরকার। ওদের সাহস ফিরিয়ে দেওয়া এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।
সাকিবদের পরবর্তী ম্যাচ আগামীকাল মঙ্গলবার। এ মাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আজ ইডেনে গার্ডেন্সে সেই ম্যাচের প্রস্তুতি নামবেন ক্রিকেটাররা।