মাসুদ বাবু, লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের উত্তরপাশে দক্ষিণ গড্ডিমারী গ্রামে জ্বর নিয়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
তার শরীরের করোনা ভাইরাস ছিলো কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। জানা গেছে, ওই ব্যবসায়ীর বোন কয়েক দিন আগে ঢাকা ধামরাই এলাকায় মারা যান। ঢাকা থেকে সেই লাশ হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকায় এনে দাফন করেন তারা। গত দুই-তিন ধরে হাই ব্লাড প্রেশারসহ জ্বর দেখা দেয় ওই ব্যবসায়ীর শরীরে। এরপর আজ বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাঈম হাসান নয়ন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারপরও যেহেতু জ্বর ছিলো তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।