মাসুদ বাবু, লালমনিরহাটঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় পরিবেশ জীবানুমুক্ত রাখতে সামাজিক সংগঠন টিম এমার্জেন্সিকে জীবানুনাশক স্প্রে মেশিন দেয়া হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল এসব স্প্রে মেশিন দেন।
শুক্রবার, ১৫ মে রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে তফিউজ্জামান জুয়েলের অস্থায়ী কার্যালয়ে টিম এমার্জেন্সির প্রধান সম্বনয়কারী বাপ্পি সোহেব আহম্মেদের হাতে ১০ টি মেশিন তুলে দেন তিনি।
এ সময় টিম এমার্জেন্সির যুগ্ন সমন্বয়কারী ও ছাত্রলীগ নেতা বাঁধন পাটোয়ারী, মুনতাসির আজাদ সৌরভ, দপ্তর সম্পাদক নাজির আহম্মেদসহ টিম এমার্জেন্সির সদস্য এবং ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা-পাটগ্রামের টিম এমার্জেন্সির প্রধান সম্বনয়কারী বাপ্পি সোহেব আহম্মেদ বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল ভাইকে অসখ্য ধন্যবাদ টিম এমার্জেন্সির পাশে দাঁড়ানোর জন্য। আশা করি তিনি আগামীতেও আমাদের পাশে দাঁড়াবেন।