আল-আমিন হাছান, লালমনিরহাট প্রতিনিধি: হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের প্রতিষ্ঠাতা, ও গড্ডিমারী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, ডাঃ আতিয়ার রহমানের আজ ১ম মৃত্যু বার্ষিকী।
গত বছরের এই দিনে তিনি মহামারীর প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে, ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যু বরণ করেন। তাহার অকাল মৃত্যুতে গড্ডিমারী কলেজ পরিবার গভীর ভাবে শোকাহত।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায়, ডাঃ আতিয়ার রহমান হলরুমে, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান, মাহমুদুল হাসান সোহাগ, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসা ও এতিম খানার হাপেজ ছাত্র’রা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মাহমুদুল হাসান সোহাগ সহ সকলেই মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষ করেন।
পড়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান স্মৃতি পাঠাগার এর শুভ উদ্বোধন করেন মাহমুদুল হাসান সোহাগ। উদ্বোধন শেষে কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন তিনি।