প্রত্যয় নিউজ ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এবার প্রস্তুতি মরুর দেশে পাড়ি জমানোর। সবার আগে আইপিএল খেলতে দুবাই যাবে চেন্নাই সুপার কিংস, এমন খবরে আলোচনায় আসে ধোনিবাহিনী। ধোনির নেতৃত্বে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমানোর কথা। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আগে যাওয়া হচ্ছে না তাদের। কেননা বিসিসিআই’র নির্দেশনা অনুযায়ী ২০ আগস্টের পর থেকে শুরু হবে ক্লাবগুলোর যাত্রা।
যাত্রা বিলম্বকে এবার মজার ছলে সামাজিক যোগাযোগ টুইটারে তুলে ধরেছে ধোনিবাহিনী। মরুর বুকে পা রাখার আগে বিশেষ পোশাকে ছবি দিয়ে আলোচনায় ক্লাবটি। চিরচেনা হলুদ জার্সির সঙ্গে মাথায় পাগড়ি জড়ানো ছবি দিয়েছে ক্লাবের অফিসিয়াল টুইটার পেজে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্টাইলের নাম দিয়েছে তারা ‘হাবিবি স্টাইল’। এমন ছবি দিয়ে সমর্থকদের মাঝে বেশ সাড়া ফেলেছে আইপিএলের আটবারের ফাইনালিস্ট আর তিন আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে ছবিটি মজা করেই দিয়েছে বলে জানা যায়।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। ফাইনাল হবে ১০ নভেম্বর। খেলা গড়াবে দুবাই, আবুধাবি ও শারজার তিনটি ভেন্যুতে।
বরাবরের মতো এবারও আট দলের অংশগ্রহণে মাঠে গড়াবে টুর্নামেন্ট।
ডিপিআর/ জাহিরুল মিলন