স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২১ অক্টেবর) নিজেদের মাঠে চলতি মৌসুমের সপ্তম জয়টি তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে জয় পেলেও অতিরিক্ত সময়ে এসে বড় দু:সংবাদ পেয়েছে ম্যানসিটি। ৯৫তম মিনিটে দ্বিতীয়বার হলুদকার্ড (লালকার্ড) দেখার কারণে মাঠ ছাড়তে হয়েছে ম্যানুয়াল অ্যাকাঞ্জিকে। ম্যাচের বাকি ৩ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে সিটিকে।
ম্যাচের ৭তম মিনিটে বাঁ পায়ের দারুণ এক শটে সিটিকে লিড এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ। তাকে বলটি এসিস্ট করেছিলেন জেরেমি ডকু। ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।
এর মাত্র ১২ মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। বাঁ পায়ের অসাধারণ শটে ব্রাইটনের জালে বড় জড়ান তিনি।
বিরতিতে যাওয়ার আগে গোল ব্যবধানের কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ব্রাইটন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
ম্যাচের ৭৩তম মিনিটে ব্রাইটনের হয়ে প্রথম গোলটি করেন আনসু ফাতি। ডান পায়ের দারুণ শটে সিটির জাল কাঁপান তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্রাইটনকে।
চলতি মৌসুমে ৯টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছে ম্যানসিটি। বাকি ২টি হেরেছে গার্দিওলার দল। ২১ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৫টিতে জয় ব্রাইটনের। একটিতে ড্র করেছে রবার্টো ডি জার্বির শিষ্যরা। বাকি ৩টিতে হেরেছে ব্রাইটন। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে দ্য সিগালসরা।