প্রত্যয় ডেস্ক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা শহরের বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসুল হুদা তারা’র (৬৯) দীর্ঘ ১৩ বছর পরে ভোটার আইডি কার্ডের নিবন্ধন করা হয়েছে। শামসুল হুদা তারা ১৩ বছর পূর্বে ২০০৭ সাল থেকে অসুস্থতা নিয়ে শয্যাশয়ী অবস্থায় রয়েছেন। ১২ বছর পূর্বে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে কিন্তু এই মুক্তিযোদ্ধার নাম দীর্ঘ এতোগুলো বছরেও নির্বাচন কমিশনে অবহিত করা হয়নি ।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজ বিষয়টি জানতে পেরে তরিৎ গতিতে মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাঁর আমতলা রোডস্থ বাসায় গিয়ে অফিসের সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ে বিশেষ ব্যবস্থায় ডাটা এন্ট্রি ও আঙ্গুলের ছাপসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অনলাইনে তথ্যাদি ঢাকায় প্রেরণ করেন।
১৯৭১ সালে শামসুল হুদা তারা তৎকালীন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে পাক বাহিনী ঢাকায় গ্রেফতারের পরে এই মুক্তিযোদ্ধ তার সহকর্মী মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা কামাল খানকে নিয়ে বঙ্গবন্ধুর গ্রেফতারের বিষয়টি মাইকিং করে প্রচার করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাক বাহিনী শামসুল হুদা তারাকে ধরিয়ে দেয়ার জন্য ১০ হাজার টাকা পুরুস্কার ঘোষণা করেছিলেন।
রিপোর্টঃ বাধন রায়