নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালায় বিএনপি জোট সরকার। হামলা করে তারা ক্ষান্ত হননি, এই হামলার প্রায় সকল আলামত নষ্ট করে ফেলা হয়েছিল। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্টেরর সাথে ২০০৪ সালের ২১ আগস্টের মিল রয়েছে। সেদিন জিয়াউর রহমান খুনিদের বিদেশে পাঠিয়েছিল। ২১ আগস্ট তারেক রহমানের পরিকল্পনায় হামলা হয়, এবং হামলাকারীদের বিদেশে পাঠিয়ে দেয়া হয়। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবার এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এই কথা বলেন দীপংকর তালুকদার।
সোমবার বিকাল ৪ ঘটিকায় শহরের বনরূপায় সিএনজি ষ্টেশনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে সমাবেশে করে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসাইপ্রু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী।