স্পোর্টস ডেস্ক: মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু ঘটে যা কখনো কল্পনাও করা হয় না। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। তাই বলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এমন কাকতালীয় ঘটনার সাক্ষী হবে গোটা ক্রিকেট দুনিয়া, তা কে ভেবেছিল!
ভারতের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এমনই এক কালের সাক্ষী হয়ে রইলো ডেভন কনওয়ের কল্যাণে।
আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই বাঁ হাতি ওপেনার। যেন ১৯৯৬ সালের বিশ্বকাপের প্রতিচ্ছবি এঁকেছেন তিনি।
১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও হয়েছিল আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ওপেনার হিসেবে নেমে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করেছিল কিউই কিংবদন্তি ন্যাথান এস্টল।
তার অনবদ্য ১০১ রান নিউজিল্যান্ডকে ১১ রানের জয় পেতে সহায়তা করেছিল। সেটিই ছিল এস্টলের বিশ্বকাপে প্রথম ম্যাচে। স্মৃতি এভাবেই ফিরে আসে ডেভন কনওয়েদের হাত ধরে।