1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

২০১৯ বিশ্বকাপের পর বড় ম্যাচে রান পাননি বাবর: ইমাদ ওয়াসিম

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক: নিজ দেশে বেশ সমালোচিত হচ্ছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত বলার মত রানই করতে পারেননি ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। মাত্র একটি ৫০ রানের ইনিংস খেললেও সেটিও ছিল ধীরগতির। ভারতের রান সহায়ক পিচে বাবর নিজেকে খুঁজে ফিরছেন। তাই এবার বাবরের সমালোচনা করলেন তার সাবেক সতীর্থ ইমাদ ওয়াসিম।

এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ইমাদের। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘বিশ্বমঞ্চে চাপ রয়েছে, কিন্তু এটাই মোক্ষম জায়গা নিজেকে প্রমাণ করার। বাবর শেষবার বড় ম্যাচে রান করেছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেবার সেঞ্চুরি করেছিল। কিন্তু এরপর থেকে সে এখনো বড় ম্যাচগুলো জিততে পারেনি। আমি তার সমালোচনা করছি না, এটা একটা ফ্যাক্ট কেবল।’

চার ম্যাচে ২০ দশমিক ৭৫ গড়ে মাত্র ৮৩ রান করেছেন বাবর আজম। যেখানে তার স্ট্রাইক রেট মাত্র ৭৯ দশমিক ০৪। ভারতের সঙ্গে আহমেদাবাদে ৫০ করা ছাড়া তেমন কিছুই করতে পারেননি এ অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ বলে ১৮ রান করে জাম্পার শিকার হন।

ইমাদ ওয়াসিম বাবরকে দায়িত্ব নিতে বলেছেন। তিনি বলেন, ‘এক নম্বর ব্যাটসম্যান হিসেবে তার দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানো উচিত। কিন্তু প্রশ্ন উঠবেই যখন আপনি তা পারবেন না। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করা উচিত। বোলারদের ওপর চড়াও হওয়ার ক্ষমতা তার আছে এবং বিশ্বকাপেই এটি দেখানো উচিত।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..