স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ৩৯-এ পা দেবেন। তবে বয়সটা যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য একটা সংখ্যা মাত্র। ২০২৩ সালেও তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। পরের বছর অর্থাৎ সদ্য শুরু হওয়া ২০২৪ সালেও এমন কীর্তি করে দেখাতে চান পর্তুগিজ যুবরাজ।
২০২৩ সালে ক্লাব এবং দেশ মিলিয়ে মোট ৫৪টি গোল করেছেন রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন। ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের হয়ে মোট ৫২টি গোল করেছেন তিনি।
কিলিয়ান এমবাপেও ৫২ গোল করেন এবং তিনি এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। নরওয়ের আর্লিং হালান্ড ৫০ গোল করে রয়েছেন চতুর্থ স্থানে।
সৌদি মিডিয়া আউটলেট এসএসসি স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো জানান, মাইলফলক অর্জন করে এবং নিজের ক্লাব ও দেশকে সাহায্য করতে পেরে তিনি খুব খুশি।
রোনালদো বলেন, ‘আমি খুব খুশি, ব্যক্তিগত এবং যৌথভাবে এটি আমার জন্য একটি ভালো বছর ছিল। আমি অনেক গোল করেছি, আমি আল-নাসর এবং জাতীয় দলের হয়ে দলকে অনেক সাহায্য করেছি। আমি ভালো অনুভব করছি, দারুণ লাগছে। আমি খুব খুশি। পরের বছর আমি এটি আবার করার চেষ্টা করব।’