রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে ২০২৬ সালের জুন-জুলাইয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া মেগা টুর্নামেন্টটির ড্র গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছিল।
আজ (শনিবার) একই ভেন্যু ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি (FIFA 2026 world cup fixtures) ঘোষণা করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপের গ্রুপভিত্তিক সূচি
এ গ্রুপ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে অফ-ডি জয়ী (চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, ডেনমার্ক কিংবা নর্থ মেসিডোনিয়া)
১১ জুন- মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো সিটি স্টেডিয়াম (রাত ১টা)
১২ জুন- দক্ষিণ কোরিয়া বনাম উয়েফা প্লে অফ ডি জয়ী- এস্তাদিও গুয়াদালাজারা (সকাল ৮টা)
১৮ জুন- উয়েফা প্লে অফ ডি জয়ী বনাম দক্ষিণ আফ্রিকা- মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম (রাত ১০টা)
১৯ জুন- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া- এস্তাদিও গুয়াদালাজারা (সকাল ৭টা)
২৪ জুন- উয়েফা প্লে অফ ডি জয়ী বনাম মেক্সিকো- মেক্সিকো সিটি স্টেডিয়াম (সকাল ৭টা)
২৫ জুন- দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া- এস্তাদিও মন্টেরে (সকাল ৭টা)
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও উয়েফা প্লে অফ এ জয়ী (ইতালি, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা বসনিয়া-হার্জেগোভিনা)
১২ জুন- কানাডা বনাম উয়েফা প্লে অফ এ জয়ী- বিএমও ফিল্ড (দিবাগত রাত ১টা)
১৪ জুন- কাতার বনাম সুইজারল্যান্ড- লেভি’স স্টেডিয়াম (ভোর ৪টা)
১৮ জুন- উয়েফা প্লে অফ এ জয়ী বনাম সুইজারল্যান্ড- সোফাই স্টেডিয়াম (দিবাগত রাত ১টা)
১৯ জুন- কানাডা বনাম কাতার- বিসি প্লেস (ভোর ৪টা)
২৪ জুন- কানাডা বনাম সুইজারল্যান্ড- বিসি প্লেস (দিবাগত রাত ১টা)
২৪ জুন- উয়েফা প্লে অফ এ জয়ী বনাম কাতার – লুমেন ফিল্ড (দিবাগত রাত ১টা)
সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)
১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৭টা)
২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৪টা)
২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া (সকাল ৭টা)
২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (ভোর ৪টা)
২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (ভোর ৪টা)
ডি গ্রুপ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে অফ সি জয়ী (স্লোভাকিয়া, তুরস্ক, কসোভো কিংবা রোমানিয়া)
১৩ জুন- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে- সোফাই স্টেডিয়াম (সকাল ৭টা)
১৩ জুন- অস্ট্রেলিয়া বনাম উয়েফা প্লে অফ সি জয়ী- বিসি প্লেস (সকাল ১০টা)
১৯ জুন- উয়েফা প্লে অফ সি জয়ী বনাম প্যারাগুয়ে- লেভি’স স্টেডিয়াম (সকাল ১০টা)
১৯ জুন- যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া- লুমেন ফিল্ড (দিবাগত রাত ১টা)
২৬ জুন- উয়েফা প্লে অফ সি জয়ী বনাম যুক্তরাষ্ট্র- সোফাই স্টেডিয়াম (সকাল ৮টা)
২৬ জুন- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া- লেভি’স স্টেডিয়াম (সকাল ৮টা)
ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
১৪ জুন- জার্মানি বনাম কুরাসাও- হোস্টন (রাত ১১টা)
১৫ জুন- আইভরি কোস্ট বনাম ইকুয়েডর- ফিলাডেলফিয়া (ভোর ৫টা)
২০ জুন- জার্মানি বনাম আইভরি কোস্ট- টরোন্টো (দিবাগত রাত ২টা)
২১ জুন- ইকুয়েডর বনাম কুরাসাও- কানসাস সিটি (ভোর ৬টা)
২৫ জুন- ইকুয়েডর বনাম জার্মানি- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ২টা)
২৫ জুন- কুরাসাও বনাম আইভরি কোস্ট- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ২টা)
এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে অফ বি জয়ী (ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড বা আলবেনিয়া) ও তিউনিসিয়া।
১৪ জুন- নেদারল্যান্ডস বনাম জাপান- ডালাস (দিবাগত রাত ২টা)
১৫ জুন- উয়েফা প্লে অফ বি জয়ী বনাম তিউনিসিয়া- মন্টেরে (সকাল ৮টা)
২০ জুন- নেদারল্যান্ডস বনাম উয়েফা প্লে অফ বি জয়ী- হোস্টন (রাত ১১টা)
২০ জুন- তিউনিসিয়া বনাম জাপান- মন্টেরে (রাত ১০টা)
২৬ জুন- তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস- ডালাস (ভোর ৫টা)
২৬ জুন- জাপান বনাম উয়েফা প্লে অফ বি জয়ী- কানসাস সিটি (ভোর ৫টা)
জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
১৫ জুন- বেলজিয়াম বনাম মিশর- সিয়াটল (দিবাগত রাত ১টা)
১৬ জুন- ইরান বনাম নিউজিল্যান্ড- লস অ্যাঞ্জেলস (সকাল ৭টা)
২১ জুন- বেলজিয়াম বনাম ইরান- লস অ্যাঞ্জেলস (দিবাগত রাত ১টা)
২২ জুন- নিউজিল্যান্ড বনাম মিশর- ভ্যাঙ্কুভার (সকাল ৭টা)
২৭ জুন- নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম- ভ্যাঙ্কুভার (সকাল ৯টা)
২৭ জুন- মিশর বনাম ইরান- সিয়াটল (সকাল ৯টা)
এইচ গ্রুপ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
১৫ জুন- স্পেন বনাম কেপ ভার্দে- আটালান্টা (রাত ১০টা)
১৬ জুন- সৌদি আরব বনাম উরুগুয়ে- মায়ামি (ভোর ৪টা)
২১ জুন- স্পেন বনাম সৌদি আরব- আটালান্টা (রাত ১০টা)
২২ জুন- উরুগুয়ে বনাম কেপ ভার্দে- মায়ামি (ভোর ৪টা)
২৭ জুন- উরুগুয়ে বনাম স্পেন- হোস্টন (ভোর ৬টা)
২৭ জুন- কেপ ভার্দে বনাম সৌদি আরব- গুয়াদালাজারা (ভোর ৬টা)
আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে অফ ২ জয়ী (ইরাক, বলিভিয়া কিংবা সুরিনাম), নরওয়ে
১৬ জুন- ফ্রান্স বনাম সেনেগাল- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ১টা)
১৭ জুন- ফিফা প্লে অফ ২ জয়ী বনাম নরওয়ে- বোস্টন (ভোর ৪টা)
২২ জুন- ফ্রান্স বনাম প্লে অফ ২ জয়ী- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ৩টা)
২৩ জুন- নরওয়ে বনাম সেনেগাল- নিউইয়র্ক নিউজার্সি (ভোর ৬টা)
২৬ জুন- নরওয়ে বনাম ফ্রান্স- বোস্টন (দিবাগত রাত ১টা)
২৬ জুন- সেনেগাল বনাম ফিফা প্লে অফ ২ জয়ী- টরোন্টো (দিবাগত রাত ১টা)
জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)
১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)
২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)
২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)
২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)
২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)
কে গ্রুপ : পর্তুগাল, ফিফা প্লে অফ ১ জয়ী (কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া), উজবেকিস্তান, কলম্বিয়া।
১৭ জুন- পর্তুগাল বনাম ফিফা প্লে অফ ১ জয়ী- হোস্টন (রাত ১১টা)
১৮ জুন- উজবেকিস্তান বনাম কলম্বিয়া- মেক্সিকো সিটি (সকাল ৮টা)
২৩ জুন- পর্তুগাল বনাম উজবেকিস্তান- হোস্টন (রাত ১১টা)
২৪ জুন- কলম্বিয়া বনাম ফিফা প্লে অফ ১ জয়ী- গুয়াদালাজারা (সকাল ৮টা)
২৮ জুন- কলম্বিয়া বনাম পর্তুগাল- মায়ামি (ভোর সাড়ে ৫টা)
২৮ জুন- ফিফা প্লে অফ ১ জয়ী বনাম উজবেকিস্তান- আটলান্টা (ভোর সাড়ে ৫টা)
এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
১৭ জুন- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া- ডালাস (দিবাগত রাত ২টা)
১৮ জুন- ঘানা বনাম পানামা- টরোন্টো (ভোর ৫টা)
২৩ জুন- ইংল্যান্ড বনাম ঘানা- বোস্টন (দিবাগত রাত ২টা)
২৪ জুন- পানামা বনাম ক্রোয়েশিয়া- টরোন্টো (ভোর ৫টা)
২৭ জুন- পানামা বনাম ইংল্যান্ড- নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ৩টা)
২৭ জুন- ক্রোয়েশিয়া বনাম ঘানা- ফিলাডেলফিয়া (দিবাগত রাত ৩টা)
শেষ ৩২ (দ্বিতীয় রাউন্ড)
২৮ জুন – ম্যাচ ৭৩ – এ২ বনাম বি২ – লস অ্যাঞ্জেলস (রাত ৩টা)
২৯ জুন – ম্যাচ ৭৬ – সি১ বনাম এফ২ – হোস্টন (রাত ১১টা)
২৯ জুন – ম্যাচ ৭৪ – ই১ বনাম এ/বি/সি/ডি/এফ-৩ – বোস্টন (রাত ২–৩০ মি.)
৩০ জুন – ম্যাচ ৭৫ – এফ১ বনাম সি২ – মন্টেরে (সকাল ৭টা)
৩০ জুন – ম্যাচ ৭৮ – ই২ বনাম আই২ – ডালাস (রাত ১১টা)
৩০ জুন – ম্যাচ ৭৭ – আই১ বনাম সি/ডি/এফ/জি/এইচ-৩ – নিউইয়র্ক–নিউজার্সি (রাত ৩টা)
১ জুলাই – ম্যাচ ৭৯ – এ১ বনাম সি/ই/এফ/এইচ/আই-৩ – মেক্সিকো সিটি (সকাল ৭টা)
১ জুলাই – ম্যাচ ৮০ – এল১ বনাম ই/এফ/এইচ/আই/জে/কে-৩ – আটালান্টা (রাত ১০টা)
১ জুলাই – ম্যাচ ৮২ – জি১ বনাম এ/ই/এইচ/আই/জে-৩ – সিয়াটল (রাত ২টা)
২ জুলাই – ম্যাচ ৮১ – ডি১ বনাম বি/ই/এফ/আই/জে-৩ – সান ফ্রান্সিসকো (সকাল ৬টা)
২ জুলাই – ম্যাচ ৮৪ – এইচ১ বনাম জে২ – লস অ্যাঞ্জেলেস (রাত ১টা)
৩ জুলাই – ম্যাচ ৮৩ – কে২ বনাম এল২ – টরন্টো (ভোর ৫টা)
৩ জুলাই – ম্যাচ ৮৫ – বি১ বনাম ই/এফ/জি/আই/জে-৩ – ভ্যাঙ্কুভার (সকাল ৯টা)
৩ জুলাই – ম্যাচ ৮৮ – ডি২ বনাম জি২ – ডালাস (রাত ১২টা)
৪ জুলাই – ম্যাচ ৮৬ – জে১ বনাম এইচ২ – মায়ামি (ভোর ৪টা)
৪ জুলাই – ম্যাচ ৮৭ – কে১ বনাম ডি/ই/আই/জে/এল-৩ – কানসাস সিটি (সকাল ৭–৩০ মি.)
শেষ ১৬ (তৃতীয় রাউন্ড)
৪ জুলাই – ম্যাচ ৯০ – ৭৩ ম্যাচ জয়ী বনাম ৭৫ ম্যাচ জয়ী – হোস্টন (রাত ১১টা)
৪ জুলাই – ম্যাচ ৮৯ – ৭৮ ম্যাচ জয়ী বনাম ৭৭ ম্যাচ জয়ী – ফিলাডেলফিয়া (রাত ৩টা)
৫ জুলাই – ম্যাচ ৯১ – ৭৬ ম্যাচ জয়ী বনাম ৭৮ ম্যাচ জয়ী – নিউইয়র্ক-নিউজার্সি (রাত ২টা)
৬ জুলাই – ম্যাচ ৯২ – ৭৯ ম্যাচ জয়ী বনাম ৮০ ম্যাচ জয়ী – মেক্সিকো সিটি (সকাল ৬টা)
৬ জুলাই – ম্যাচ ৯৩ – ৮৩ ম্যাচ জয়ী বনাম ৮৪ ম্যাচ জয়ী – ডালাস (রাত ১টা)
৭ জুলাই – ম্যাচ ৯৪ – ৮১ ম্যাচ জয়ী বনাম ৮২ ম্যাচ জয়ী – সিয়াটল (সকাল ৬টা)
৭ জুলাই – ম্যাচ ৯৫ – ৮৬ ম্যাচ জয়ী বনাম ৮৮ ম্যাচ জয়ী – আটলান্টা (রাত ১০টা)
৭ জুলাই – ম্যাচ ৯৬ – ৮৫ ম্যাচ জয়ী বনাম ৮৭ ম্যাচ জয়ী – ভ্যাঙ্কুভার (রাত ২টা)
কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই – ম্যাচ ৯৭ – ৮৯ ম্যাচ জয়ী বনাম ৯০ ম্যাচ জয়ী – বোস্টন (রাত ২টা)
১০ জুলাই – ম্যাচ ৯৮ – ৯৩ ম্যাচ জয়ী বনাম ৯৪ ম্যাচ জয়ী – লস অ্যাঞ্জেলস (রাত ১১টা)
১১ জুলাই – ম্যাচ ৯৯ – ৯১ ম্যাচ জয়ী বনাম ৯২ ম্যাচ জয়ী – মায়ামি (রাত ৩টা)
১২ জুলাই – ম্যাচ ১০০ – ৯৫ ম্যাচ জয়ী বনাম ৯৬ ম্যাচ জয়ী – কানসাস (সকাল ৭টা)
সেমিফাইনাল
১৪ জুলাই – ম্যাচ ১০১ – ৯৭ ম্যাচ জয়ী বনাম ৯৮ ম্যাচ জয়ী – ডালাস (রাত ১টা)
১৫ জুলাই – ম্যাচ ১০২ – ৯৯ ম্যাচ জয়ী বনাম ১০০ ম্যাচ জয়ী – আটালান্টা (রাত ১টা)
তৃতীয় স্থান নির্ধারণী
১৮ জুলাই – তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ – মায়ামি (রাত ৩টা)
ফাইনাল
১৯ জুলাই – ফাইনাল – নিউইয়র্ক-নিউজার্সি (রাত ১টা)