স্পোর্টস ডেস্ক: বছরের শেষ দিন আজ। শেষ দিনেই পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত একাদশে অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। উইকেটরক্ষক হিসেবে একাদশে জায়গা পেয়ে চমক তৈরি করেছেন আয়ারল্যান্ডের ব্যাটার লরকান টাকার।
এছাড়া একাদশে জায়গা পেয়েছেন একজন অবসর নেওয়া ক্রিকেটারও। তিনি হলেন- ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি বছরের অ্যাশেজ সিরিজ থেকে অবসর নিয়েছিলেন তিনি।
ওপেনার হিসেবে একাদশে স্থান পেয়েছেন অসি ব্যাটার উসমান খাজা ও শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। চলতি বছরে খাজার টেস্ট গড় ছিল ৫২.৬। একই সময়ে করুনারত্নে ৬০.৮ গড়ে রান করেছেন ৬০৮। তিন নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৬ ম্যাচে তিনি করেছেন ৬৯৬ রান।
মিডলঅর্ডারে আছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও আয়ারল্যান্ডের লরকান টাকার। এই আইরিশ ৪ ম্যাচে ৪৪ গড়ে ৩৫১ রান করেন।
ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও প্যাট কামিন্স আছেন লোয়াঅর্ডার ব্যাটার হিসেবে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও স্টুয়ার্ট ব্রড বোলার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৩ সালের সেরা একাদশ
উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লরকান টাকার (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা ও স্টুয়ার্ট ব্রড।