নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা রোভার স্কাউটস এর সম্পাদক নুরুল আবছারকে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিতব্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে ইউনিট লিডার হিসেবে অংশগ্রহনের জন্য বাংলাদেশ স্কাউটস মনোনিত করেছেন।
আগামী ১-১২ আগষ্ট ২০২৩ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার স্যামানগুম সিটিতে ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে। বিশ্ব স্কাউট জাম্বুরীতে বিশ্বের প্রায় ১১২ টি দেশের স্কাউট, রোভার, গার্ল ইন রোভার ও স্কাউটার অংশগ্রহন করবে। বাংলাদেশ থেকে একটি স্কাউট কন্টিনজেন্ট উক্ত জাম্বুরীতে অংশ নিবেন।
রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস এর সম্পাদক নুুরুল আবছার ইতিপূর্বে ২০তম বিশ^ স্কাউট জাম্বুরী, থাইল্যান্ড, ২৩তম বিশ^ স্কাউট জাম্বুরী, জাপান, ২৫ তম অস্ট্রেলিয়ান স্কাউট জাম্বুরী, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান স্কাউট জাম্বুরী, ভারত, সার্ক স্কাউট জাম্বুরী, পাকিস্তান, ৪র্থ ও ৫ম পাকিসস্তান স্কাউট জাম্বুরী, এশিয়া প্যাসিফিক জাম্বুরী, সানসো জাম্বুরী, এশিয়া প্যাসিফিক কমডেকা, জাতীয় স্কাউট জাম্বুরী, জাতীয় রোভার মুট, ক্যাম্পুরী, অ্যাগোনরী সহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করেন।
পার্বত্য অঞ্চলের স্কাউট আন্দোলনে তাঁর ভূমিকা খুবই প্রশংসনীয়। তিনি স্কুল জীবনে কাব ও স্কাউট লিডার ছিলেন। কলেজ জীবনে তিনি সিনিয়র রোভার মেট হিসেবে প্রশংসা লাভ করেন। তিনি জেলা স্কাউটসের কমিশনার ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা রোভার স্কাউটস সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পার্বত্য অঞ্চলের স্কাউটিং সম্প্রসারনে তিনি হলেন অগ্রপথিক।
উল্লেখ্য,স্কাউট নুরুল আবছার দেশ স্বাধীনের পর তিন পার্বত্যজেলার ছাত্রলীগের সাধাররণ সম্পাদক ও রাঙ্গামাটি একমাত্র প্রতিবন্ধী স্কুল এন্ড পুর্ণবাসন সাধারণ সম্পাদক দায়িত্বে । অন্যায়ের প্রতিবাদী এ প্রবীন লোকটি সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করেছে।