প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশব্যাপী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ৩য় দিনের মতো আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে।ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ আইন সংশোধনের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শহরের চৌরাস্তায় প্রগতিশীল ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজয়ানুল হক রিজু, তেল-গ্যাস খনিজ সম্পদ জেলা আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রুবেল, উপজেলা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি আহসানুল হক বাবু, উদীচীর সহ-সভাপতি এমএস আহম্মেদ রাজু, ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এরপূর্বে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিভিন্ন কর্মসূচী পালন করে।
বুধবার শহরের চৌরাস্তা উত্তাল হয়ে উঠে আন্দোলনকারীদের বিক্ষোভে। মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গীতে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন পালন করে স্থানীয় শিক্ষার্থীরা। গতকয়েক দিনে লাগাতার ধর্ষণবিরোধী কর্মসূচীর ফলে জানযটের সৃষ্টি হয় শহর ও তার আশপাশে।
শিক্ষার্থীসহ সকলের অভিযোগ, শুধু নোয়াখালি নয় প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমুলক বিচার করতে হবে। তা না হলে কখনই ধর্ষণ বন্ধ করা সম্ভব না। আমরা চাইবো মাননীয় প্রধানমন্ত্রী দ্রুতই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনার ব্যবস্থা নিবেন।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব