রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
বগুড়ার সংবাদদাতাঃ ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন রংপুর জেলার পীরগন্জ থানাধীন বড়দরগাহ ভগবানপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গতকাল ০৭ আগস্ট ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলাইমান হোসেন, এএসআই(নিঃ), মোঃ মাজেদ আলী, এএসআই(নিঃ), মুরাদ হোসেন, নায়েক/ সাইদুর, মোঃ কামরুল, কং/ মোঃ নাজমুস সাকিব, মোঃ রুবেল, নারী কং/ জাসিয়া এর সহায়তায় রংপুর জেলার পীরগন্জ থানাধীন বড়দরগাহ ভগবানপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজা (যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা এবং একটি ১০০ সিসি বাজাজ পুরাতন সচল মোটরসাইকেল সহ আসামী ০১। মোঃ রেজাউল করিম (৪৫), পিতা- মৃত রন্জু মিয়া সাং- সাহাপাড়া হাজিপুর, থানা- পীরগন্জ , জেলা- রংপুরকে গ্রেফতার করা হয়।
৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া জানায়, এ সংক্রান্তে রংপুর জেলার পীরগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।