নিজস্ব প্রতিবেদকঃ অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাতিল ও দ্রুততম সময়ের মধ্য ২০ হাজার নিয়োগ দেয়াসহ পাঁচ দফা দাবিতে আজও বিক্ষোভ করছে বেকার এন্ড প্রাইভেট মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন।
রবিবার (২৮ জুন) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় ১৮৩ জন নিয়োগের দূর্নীতির সাথে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারনে যাদের বয়সসীমা পেরিয়ে গেছে তাদের বিষয়টি পরিমার্জনা করে নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি সেচ্ছাসেবক ভিত্তিতে নিয়োগ বন্ধের দাবিও করেন আন্দোলনকারীরা।
এছাড়া করোনা মহামারীর কারণে প্রধানমন্ত্রী নির্দেশিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশসহ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা কাউকে নিয়োগ না দেয়ার দাবিও করেন বেকার মেডিকেল টেকনোলজিস্টরা। অবিলম্বে তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।