প্রত্যয় ইউরোপ ডেস্ক :
সরকারের লকডাউন শিথিলের রোড ম্যাপ অনুযায়ী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডে সকল অপ্রয়োজনীয় দোকান খুলে দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানকে মহামারী ধাক্কা সামলে ওঠতে আর্থিক সহায়তার জন্য রিকভারি লোন স্কীম নামে একটি নতুন ঋণ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এর মাধ্যমে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ১০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ঋণ এবং অন্যান্য ধরনের সুবিধা নিতে পারব । সরকার ঋণদাতাকে ৮০% অর্থ প্রদানের নিশ্চয়তা দিবে এ প্রকল্পে। স্কীমটি ৬ এপ্রিল থেকে শুরু হবে এবং পর্যালোচনা সাপেক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা আছে।
টার্ম লোন এবং ওভারড্রাফট যেটি প্রতি ব্যবসায় ২৫,০০১ পাউন্ড থেকে ১০ মিলিয়ন পাউন্ডের মধ্যে
ইনভয়েস ফাইন্যান্স এবং অ্যাসেট ফাইন্যান্স যা প্রতি ব্যবসায় ১০০০ পাউন্ড থেকে ১০ মিলিয়ন পাউন্ডের
টার্ম লোন এবং অ্যাসেট ফাইন্যান্স সুবিধার জন্য আর্থিক শর্তাবলী ছয় বছর পর্যন্ত হতে পার এ ওভারড্রাফট এবং ইনভয়েস ফাইন্যান্স সুবিধার জন্য, শর্তাবলী তিন বছর পর্যন্ত হতে হবে।
কারা পাবেন
যদি আপনার ব্যবসা যুক্তরাজ্যে হয়ে থাকে তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন: আপনাকে আপনার ব্যবসা প্রমাণ করতে হবে, এছাড়াও করোনাভাইরাস মহামারী দ্বারা প্রভাবিত হয়েছে তা প্রমাণ করা লাগবে।
তবে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া প্রক্রিয়ায় নেই এসব দেখাতে হবে। যথাসময়ে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।বিদ্যমান COVID-19 গ্যারান্টিড লোন স্কীম ইতিমধ্যে যারা পেয়ছেন তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন, যদি তারা অন্য সকল যোগ্যতার মানদণ্ড পূরণ করেন ।
যারা আবেদন করতে পারবে না: ব্যাংক, বিল্ডিং সোসাইটি, বীমাকারী, পাবলিক সেক্টর বডি, রাষ্ট্রীয় অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর আবেদন করতে পারবে না।এই স্কীমে প্রবেশকারী ব্যবসায়ীদের জন্য কোন টার্নওভার বিধিনিষেধ থাকবে না।সকল আবেদনকারীর জন্য ক্রেডিট চেক: ঋণদাতাদের সকল আবেদনকারীর জন্য ক্রেডিট এবং জালিয়াতি চেক নিতে হবে।
কিভাবে আবেদন করবেন
এই স্কিমটি ৬ এপ্রিল ২০২১ তারিখে চালু হবে। কিভাবে আবেদন করতে হবে এবং স্বীকৃত ঋণদাতাদের বিস্তারিত বিবরণ যথাসময়ে প্রকাশ করা হবে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে আসছে চতুর্থ দফা প্রণোদনা