স্পোর্টস ডেস্ক: ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে র্যাপিড দাবার অনূর্ধ্ব-৮ গ্রুপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। কিরগিজস্তানের ইসসাইককুল করমডুতে গতকাল (১ জুলাই) র্যাপিড দাবার ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন মুগ্ধ।
‘এ’ গ্রুপে কাজাখস্তানের মিরযানভ আরলান স্বর্ণ এবং একই দেশের নজরবেক আলিখান রৌপ্য পদক পান। অপরদিকে অনূর্ধ্ব-১৪ গ্রুপে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান লাভ করেছেন। আজ থেকে শুরু হবে স্ট্যান্ডার্ড দাবার খেলা।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরে চলমান থাইল্যান্ড ইন্টারন্যাশনাল চেস ওপেন-২০২৩ আশিয়ান চেস সিরিজের মাস্টারস সেকশনে পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে। যেখানে দেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৩ পয়েন্ট নিয়ে আরও চারজনের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
শনিবার পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ভান হাইয়ের সঙ্গে ড্র করেন।