নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ১৬ই জানুয়ারি মোজাম্বিক আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের উদ্যোগে মোজাম্বিকের শিমুইও প্রভিন্সে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোজাম্বিক আওয়ামী লীগের কর্নধার সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক ও তৃনমূল আওয়ামী প্রেমী মোজাম্বিক প্রবাসী বাংলাদেশীদের আস্থাবাজন নাছির উদ্দিন।
অনুষ্টানের সভাপতিত্ব করেন মোজাম্বিক আওয়ামী লীগের আরেক নিবেদিত প্রান মুজিব প্রেমিক মানুষ আলহাজ্ব আহমেদ নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম, আহমেদ উল্লাহ, মোস্তফা কামাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী। উপস্থাপনায় ছিলেন কবির আহমেদ।
করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব ও স্থানীয় আইনী নির্দেশনা বজায় রাখার জন্য সীমিত আয়োজনের মধ্যেও শত শত মানুষের উপস্থিতি জানান দিয়েছিল অনুষ্ঠানের শতভাগ সফলতা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস এবং বিদেশের মাটিতে বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করার জন্য দলীয় কোন্দল বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।
তিনি বলেন, আসুন সবাই বঙ্গবন্ধুর আওয়ামী আদর্শ বুকে ধারণ করে মোজাম্বিক আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগকে শক্তিশালী করার জন্য কাজ করি।
ধন্যবাদ আপনাদের যারা অক্লান্ত পরিশ্রম করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।