নিজস্ব প্রতিবেদক: প্রথম থেকেই স্টান্ট রাইডিংয়ের প্রতি ভালোবাসা ছিলো তার স্বপ্নে ও মনে ছিলো বাংলাদেশে স্টান্ট রাইডিংকে অনন্য এক পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, সেই থেকেই শুরু হয় তার ক্যারিয়ার।
আসল নাম কামরুল হাসান চৌধুরী কিন্তু অধিকাংশ মানুষ তাকে চিনেন আর এস ফাহিম চৌধুরী নামেই। সান্ট রাইডিং এবং ইউটিউব দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই আর এস ফাহিম চৌধুরীর ভক্তকূলের সংখ্যা যেনো আকাশচুম্বী। বাংলাদেশ ছাড়াও পুরো পৃথিবীর বিভিন্ন দেশেই জনপ্রিয় এই ইউটিউবার।
সান্ট রাইডিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও ২০১৫ থেকে ইউটিউবিং শুরু করেন আর এস ফাহিম চৌধুরী। বানিয়েছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট।
২০২১ এর ডিসেম্বর মাসে আর এস ফাহিম চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে। এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করায় ইতিমধ্যেই ইউটিউব কর্তৃপক্ষ তাকে প্রদান করেন গোল্ডেন প্লে বাটন।
এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ায় আর এস ফাহিম চৌধুরী বলেন, আমি সত্যিই মুগ্ধ হয়েছি সবার ভালোবাসা পেয়ে। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে চাই। পৃথিবীর কাছে বাংলাদেশ কে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই।