ডেস্ক রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চিত্র।
উপজেলা টিকে লিচুর রাজধানী বললেও ভুল হবে না।
কারন, উপজেলার আনাচে কানাচে সব জায়গায় লিচু বাগান আছে। এমনকি একটা জায়গার নাম ও আছে ”লিচু বাগান” নামে।যে খানে সব দিকে শুধু লিচুর বাগান। প্রতি বছর এই উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়।যা নিয়ে প্রতিবার ই বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে নিউজ করা হয়।
আপনি যদি গাছ থেকে পেরে প্রকৃত লিচু খাওয়ার স্বাদ পেতে চান, তাহলে উপজেলা টিতে ঘুরে আসতে পারেন।
উপজেলা টিতে গেলেই আপনি আসে পাশে চোখ ঘুরালে লিচুর বাগান দেখতে পাবেন।
এখনই প্রকৃত সময়। সব বাগানের লিচু ভাঙা হচ্ছে????