প্রত্যয় স্পোর্টস ডেস্ক: বার্ষিক উপার্জনের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পিছনে ফেলে দিলেন রজার ফেদেরার। আমেরিকান ব্যবসায়িক সাময়িকীর প্রকাশিত প্রতিবেদনে দ্বিতীয় স্থানেও নেই মেসি! এমনকি ক্রিস্তিয়ানো রোনালদোও উঠতে পারেননি শীর্ষে। টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার।
ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২০ সালের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন ফেদেরার। করোনা মহামারির জেরে রোনালদো-মেসিদের ক্লাব তাঁদের পারিশ্রমিককে কাটছাঁট করায় রোজগারের লড়াইয়ে পিছিয়ে পড়তে হয় এই দুই ফুটবলারকে।
গত বছর তালিকার শীর্ষে ছিলেন মেসি। এবার তিন নম্বরে নেমে গিয়েছেন তিনি। অন্যদিকে চার ধাপ উঠে এসে প্রথম টেনিস তারকা হিসেবে সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকায় এক নম্বর স্থান দখল করেন ফেদেরার।
বার্সেলোনা ফরোয়ার্ড মেসির আয় ১০৪ মিলিয়ন ডলার। রোনালদো আছেন গত বছরের মতো দ্বিতীয় স্থানে। জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গারের আয় ১০৫ মিলিয়ন ডলার। নেইমার রয়েছেন চতুর্থ স্থানে, প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের আয়ের পরিমাণ ৯৫.৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচের অন্যজন বাস্কেটবলের লেব্রোন জেমস, আমেরিকার তারকার আয় ৮৮.২ মিলিয়ন ডলার।
ফেদেরারের উত্থানের বড় কারণ ফুটবলারদের অবনমন। আর সেটি হয়েছে করোনাভাইরাসের কারণে। প্রাণঘাতী ভাইরাসে বেতন কাটা গেছে মেসির, তাই আয়ের পরিমাণও কমে গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তিনি নেমে গেলেও একই কারণে শীর্ষে বসা হয়নি রোনালদোর।
শীর্ষস্থান হাতবদল ও টেনিসের কেউ শীর্ষে ওঠার কারণ ব্যাখ্যায় ফোর্বসের সিনিয়র এডিটর কার্ট ব্যাডেনহাউসেন বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে বেতন কাটা গেছে মেসি ও রোনালদোর, তাই প্রথমবার টেনিসের কেউ বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় শীর্ষে বসেছে।’