নিজস্ব প্রতিবেদক: এই ভয়ানক ঘটনাটি ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির জন্য খুব বড় একটি শোক সংবাদ, ফ্রান্সে কালোদের অত্যাচার দিনদিন খুব বেড়েই চলেছে।
এই নির্মম ঘটনাটির শিকার হয়েছেন
ফ্রান্স প্রবাসী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার- সোহেল রানা, তিনি আজ ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত শনিবার রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে কালা আফ্রিকানদের আক্রমনে শিকার হউন। আজ সকাল ৭টা প্যারিসের একটি হাসপাতালে না ফেরার দেশে চলে যান সোহেল রানা। মরহুমের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। মরহুমের শোকাহত পরিবার পরিজনদের প্রতি জানাই গভীর সমবেদনা। ।
এই হত্যার প্রতিবাদে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির লোকেরা প্রতিবাদ সমাবেশের প্রস্ততি নিচ্ছেন, এছাড়াও তার বিচারের দাবীতে কমিউনিটিতে বাংলাদেশীরা অনলাইনের জাস্টিস ফর সোহেল রানা হ্যাশট্যাগ প্রচার করছেন নিয়মিতভাবে অনলাইনে।
খুব শিগগিরই একটি তীব্র প্রতিবাদ মিছিল আয়োজন করা হচ্ছে ফ্রান্সের প্যারিসে, ফরাসীদেরও এতে সম্পৃক্ত করতে জরুরি বলে মনে করছেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির লোকেরা। আমাদের জানামতে এই প্রথম আফ্রিকান কালোদের হাতে কোনো বাংলাদেশির মৃত্যু হলো। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।