শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে কালাচাঁদ ফকির চিশতিয়া (র.) মাজারে পাঁচ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তরা সেখানে সমবেত হতে শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর নতুন পাড়া মাজার শরীফ মাঠে আয়োজনের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।
মাজার পরিচালনা কমিটির সভাপতি এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও সমাজ সেবক মাহাতাব উদ্দিন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম ও প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুদু ও সহ-সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।
কথা হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলা সাধুগুরু সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার সেলিম সরকার আল-জিন্দানী’র সাথে। একান্ত আলাপচারিতায় দৈনিক প্রত্যয় এর পাবনা (জেলা) প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেনকে বলেন, গত সোমবার ও মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষকে ঈশ্বরদী এ দরবারে ভিড় জমাতে দেখা গেছে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে।
সাধুগুরু মাষ্টার সেলিম সরকার আল-জিন্দানী আরো বলেন, পীরের সাক্ষাৎ, মানত পরিশোধ, রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা মাজার শরিফে উপস্থিত হয়েছে। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে ওরস শরিফ উদযাপন উপলক্ষে অসংখ্য স্থাপনা ও সামিয়ানা, সুউচ্চ সুসজ্জিত তোরণ ও কোরআন-হাদিসের উদ্ধৃতি সম্বলিত নানা প্ল্যাকার্ড টানানো হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।