1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ভাঙ্গুড়ায় নির্ঘুম ব্যস্ততায় পতাকা নির্মাতারা

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:

বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, উন্মাদনা যেন তত বাড়ছে। তবে পাবনার ভাঙ্গুড়ায় ফুটবল ভক্তদের পছন্দের দেশের পতাকা তৈরির ব্যস্ততা শুরু হয়েছে আরো আগেই। প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার ছোট বড় পতাকা। বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ততম দিন কাটছে এ উপজেলার পতাকা নির্মাতাদের। নিজ দেশের পতাকা নয়, নেইমারের ব্রাজিল, মেসির আর্জেন্টিনা, জার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা বানাচ্ছেন তারা।

ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের ডিজিটাল টেইলার্সের স্বত্বাধিকারী আল্লেক আলী। সরেজমিন শনিবার (১২ নভেম্বর) রাতে তার দোকানে গিয়ে দেখা গেল দারুণ ব্যস্ততা। কাতার বিশ্বকাপ সামনে রেখে দম ফেলানোর সময় নেই। কাজের ফাঁকে পতাকা বানানোর মেশিন থেকে মাথা না তুলেই তিনি বলেন, ‘গত এক মাস ধরে কাজ করে যাচ্ছি। কোনো কোনো দিন গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।’

আল্লেক আলী আরো বলেন, ‘প্রতিদিন কয়েক’শ পতাকা তৈরি করছি। আজ যেমন ব্রাজিলের ১০-১৫টি, আর্জেন্টিনার ৮-১০টি, জার্মানির ২-৩ টি পতাকা তৈরি করেছি।’ প্রতিদিনই পতাকা তৈরীর ব্যস্ততা বেড়ে যাচ্ছে। বিভিন্ন সাপোর্টারদের পতাকা তৈরি করে দিলেও মনে প্রানে তিনি আর্জেন্টিনার একজন ভক্ত বলে জানান তিনি।

ফুটবল সবচেয়ে জনপ্রিয় তাই প্রতি চার বছর পরপর ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। সেই জন্য ভাঙ্গুড়ায় কারিগরদের পতাকা নির্মাণের ব্যস্ততা রয়েছে। চলতি মাসের ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানীসহ বিভিন্ন দেশের সমর্থকদের রয়েছে বিপুল পরিমাণ পতাকার চাহিদা।

কথা হয় জার্মানির পতাকা বানাতে আসা উপজেলার ঝি-কলকতি গ্রামের আব্দুস সালামের বড় ছেলে মোহাম্মদ নূর আলমের সাথে। তিনি জানান, ছোট বেলা থেকেই তিনি জার্মানীর সাপোর্ট করেন। প্রতিবারের নাই এবারেও তিনি প্রিয় দলকে ভালোবেসে জার্সি, পতাকাসহ বিভিন্ন ধরনের আয়োজন সম্পন্ন করেছেন। এলাকায় দর্শকদের খেলা দেখার জন্য নিজ খরচে ব্যবস্থা করেছেন প্রজেক্টরের। যার মাধ্যমে সকল দলের সমর্থকদের নিয়ে বিশ্বকাপ আনন্দে মেতে উঠতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..