মায়ের আঁচল
কলমে – সত্যজিৎ পাল
ছোট্ট বেলায় কেবল খুঁজতাম,
আদর মাখা মায়ের আঁচল।
স্নেহের পরশে মায়ের আদুরে ডাক,
কখনো দুষ্টু, কখনো পাগল।
গরমে শরীর অস্হির কোরে তোলে,
সূর্যের প্রখর তাপের বলে।
নিমেষে শরীর শীতল হয়ে যায়,
মায়ের আঁচলের তলে।
বৃষ্টি যখন ধেয়ে আসে,
দেয় শরীর ভিজিয়ে।
বৃষ্টির এমন প্রবল বেগ শান্ত,
মায়ের আঁচল পেঁচিয়ে।
প্রচন্ড হাওয়া উঠেছে ধেয়ে,
ধূলো বালির বাড়ছে স্পর্ধা।
ব্যার্থ হয়ে দূরে সরে যায়,
দেখে মায়ের আঁচলের পর্দা।
দুষ্টুমি বায়না করে কখনো
লুকিয়েছি মায়ের আঁচলে মুখ।
কতো অপরাধ ক্ষমা করে দিয়ে,
দিয়েছে স্নেহের পরম সূখ।
পোশাকের কতো পরিবর্তন এসেছে,
অনেকেই জানেনা কোনটা আঁচল।
আদুরে বোধহয় আমিই ছিলাম,
তাই মা ডাকতো কখনো দুষ্টু কখনো পাগল।