রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ র্যাব-১২ বগুড়া ও র্যাব-৬ খুলনার যৌথ অভিযানে চাঁদা দাবী মামলায় মূল আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
র্যাব জানায়, বগুড়া জেলার কাহালু থানায় বসবাসরত এক স্কুল ছাত্রীর সাথে আসামী মোছাঃ জান্নাতী খাতুন এর সোস্যাল মিডিয়ায় বন্ধুতের সৃষ্টি হয়। বন্ধুত্বের সম্পর্কের সুবাদে ভিকটিমের সাথে আসামী দেখা করতে আসে। পরবর্তীতে ভিকটিমকে আসামী অজ্ঞানামা স্থানে আটক করে নিয়ে যায় এবং তার পরিবারের নিকট হতে ৩ লক্ষ টাকার চাঁদা দাবী করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদিনী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা রুজু করে ও র্যাব-১২, বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ প্রাপ্তির পর র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায়, সিপিসি-৩, বগুড়া ও র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারপূর্বক মামলার মুল আসামী ১। মোছাঃ জান্নাতী খাতুন (৩৮), পিতা- মোঃ আব্দুল গফ্ফার কাজী, সাং-শীতলপুর, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় তারা।
র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার জানায়, “র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”