রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: র্যাব-১২ বগুড়ার অভিযানে বগুড়া জেলার সদর থানা এলাকায় ০১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।
র্যাব জানায়, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলাকায় ০১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মাসুদ রানা (৫২), পিতা- মোঃ শাজাহান আলী শেখ, সাং-শিববাটী, থানা ও জেলা-বগুড়া’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব-১২ বগুড়া।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার জানায়, “র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”