শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি:
জমজমাট আয়োজনে শেষ হয়েছে বিদ্যানিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।
বৃহস্পতিবার (৯ মার্চ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদার পাড়ায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। এরপর পর্যায়ক্রমে মশাল প্রজ্বলন, অধ্যক্ষের বক্তব্য, মার্চ-পাস্ট, পিটি ডিসপ্লে, মিউজিক ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষক ও অভিভাবকদের পর্বও ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর রেজাউল করিম বাচ্চু, সাংবাদিক আলহাজ্ব আব্দুল খালেক ও আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি আক্কাস আলী।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, মোরগ যুদ্ধ, যেমন খুশি তেমন সাজো, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের বাজনা থামলে বালিস কোথায়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বালতিতে বল নিক্ষেপ, গজল প্রতিযোগিতা প্রভূতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।