নিজস্ব প্রতিবেদকঃ প্রতিদিনের মতো ট্রাফিক ডিউটি করছিলেন সার্জেন্ট মোর্শেদা। দায়িত্বরত অবস্থায় একটি বাস কাউন্টারের একজন স্টাফ তাঁকে জানায় যে ‘পাশেই একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে’ একথা শোনার পর একটুও দেরী না করে তিনি দ্রুত ট্রাফিক কন্সটেবল তানিয়াকে সাথে নিয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে ঘটনাস্থলে চলে যান; এবং দেখতে পান যে, সেই মহিলাটির প্রেগনেন্সির ব্যথা উঠছে এবং তিনি অসহ্য যন্ত্রণা নিয়ে মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।
শুক্রবার (১০ মার্চ) বিকেল বেলা রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আশেপাশে কোন ভবনও ছিলনা মহিলাটিকে নেওয়ার মতো। এ অবস্থা দেখে সার্জেন্ট মোর্শেদা ও কন্সটেবল তানিয়া দ্রুত বাস কাউন্টার থেকে কয়েকটি ছাতা নিয়ে আসেন এবং চারপাশ ঢেকে দিয়ে এবং ওই মহিলাকে বাচ্চা প্রসবে সহযোগিতা করেন। কিছুক্ষণ পরে একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করে।
কিন্তু তখনো নাড়ি না কাটাতে সার্জেন্ট মোর্শেদা ৯৯৯ এ কল করে দ্রুত একটা ইমার্জেন্সি এম্বুলেন্সের সাহায্যে নবজাতক বাচ্চাসহ দ্রুত নিকটস্থ উপশম হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে উপশম হাসপাতালে নবজাতক ও তার মা দুইজনেই ভালো আছে এবং সুস্থ আছে।
এরকম মহানুভবতা ও ভালো কাজের জন্য সার্জেন্ট মোর্শেদা ও কন্সটেবল তানিয়াকে সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে টিম ট্রাফিক গুলশান।