মালয়েশিয়া প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবিলায় সফলতার পর লকডাউন শেষ করেই মালয়েশিয়ায় শুরু হয়েছে ইমিগ্রেশন ও পুলিশের অভিযান। দেশ জুড়ে অবৈধ অভিবাসীর গ্রেফতারে নতুন নতুন কৌশল অবলম্বন করে অভিযানে যাচ্ছে অভিবাসন বিভাগ। তারই অংশ হিসেবে সে দেশের নেগরিসেমবিলানের জেমপোল এ লাকায় পুলিশের অভিযানে ২০ বাংলাদেশিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ইন্দোনেশিয়ার ৩০, বাংলাদেশের ২০ ও ইন্ডিয়ার ৯ জনকে গ্রেফতার করে।
জেমপোল জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রিল মোহাম্মদ আরিফ জানান, বিদেশিদের বাসস্থানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) ধারায় গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।