নিজস্ব প্রতিনিধি: যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে (বামুকট্রা) ২৫ মার্চ ২০২৩ শনিবার গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সকাল ১১:০০ টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম মাহাবুবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাজেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (কল্যাণ) খোরশেদ। সভায় আলোচকবৃন্দ ২৫ মার্চ ঘুমন্ত, নিরস্ত্র, অসহায়, নিরীহ বাঙালিদের উপর সংঘটিত নির্মম গণহত্যার ওপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধীনতাকামী নিরীহ বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এ গণহত্যার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সাল থেকে দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।