সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: কয়েক দিন ধরে বৃষ্টির দেখা নেই।তীব্র তাপদাহে পুড়ছে মোংলা। প্রতিদিন গড়ে ৩৮ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে এখানে।শহর ও গ্রাম হয়ে পড়েছে জনশূন্য।
রবিবার (১৬এপ্রিল)বাইরের অবস্থা ভয়াবহ।তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মোংলার জনজীবন।বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেনা শ্রমিক,দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।রোদের তাপে দিনমজুর ও খেটে খাওয়া রোজগারের মানুষও কমে গেছে।বৃষ্টির জন্য মানুষের হাহাকার পড়ে গেছে।নেই কেন বাতাস ফ্যানের বাতাসও গরম কোথায় মিলবে শান্তি।সামান্য স্বস্তিও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। অতিরিক্ত গরমে শিশুরা ছুটছে বিভিন্ন শরবত ও পানীয় দোকানে।
কোথাও কোথাও পুকুরে নেমে পড়ছে বৃদ্ধ এবং শিশুরা।পুকুরের পানি রোদে গরম হওয়ায় বেছে নিচ্ছে নদীর পানি।প্রচন্ড তাপপ্রবাহের কারণে মোংলার রাস্তাঘাটে লোকজনও অন্যান্য সময়ের তুলনায় কম দেখা যাচ্ছে।হ্মতি হচ্ছে ফসলের।তাই বন্দর ও পৌর শহরের দোকানপাট ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা।প্রচন্ড গরমে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি এর প্রভাব পড়েছে প্রাণীকুলের উপরও। চরম ঝুঁকিতে রয়েছে এখানকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস বাগদা চিংড়ি শিল্প।
তাই তীব্র তাপপ্রবাহে শিশু, বৃদ্ধ এবং রোজাদারদের খুব জরুরী কাজ ছাড়া বাহির বের হচ্ছেনা।খরতাপে ঘর থেকে বেরোতে হিমশিম খাচ্ছে সকলে।