শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
পদতলে পিষ্ট হোয়াইটস ম্যানস বার্ডেন
সায়েম আহমেদ
শ্বেতশুভ্র উপনিবেশবাদের শীর্ষকাল যেথায়
উদয়াচল নত গর্বিত করতলে,
উদ্ধত এক গৌরবর্ণ কবি
নাম তার রুডিয়ার্ড কিপলিং,
লিখেছিলো গৌরবের আদিম দাপটে
‘দি হোয়াইট ম্যানস বার্ডেন’।
তার উদ্ধত অবজ্ঞার মানসে,
বাকী দুনিয়া তো নিছক করুণার পাত্র।
কালো আর বাদামী মানুষগুলো যেন
অসভ্য আর ‘হাফ ডেভিল-হাফ চাইল্ড’।
উন্নাসিক এ কবির কি সাধ হতো,
এদের পিষে মারতে হাঁটুর তলায়।
এ যে নির্দোষ দায়
বর্ণের গর্বিত শ্রেষ্ঠতার।
শ্বাসরোধে নগদ শোধিতে
কী এমন দোষ?
তবু আজও প্রতিবাদি মানুষ,
কালো বা সাদা,
প্রতিবাদে দাঁড়ায় হাতে হাত রেখে।
রিক্ত কবির উদ্ধত কাব্য
রাজপথে হারায় দৃপ্ত প্রতিরোধে।
সবকিছু শেষ হয়ে যায়নি এখনও,
সময়ের উপহাসে সিক্ত উদ্ধত কবি ।
মানবিক ব্যর্থতায় যে তার
মৌনতা কাম্য।