সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: উৎপাদন শ্রম ছাড়া সম্ভব নয়, শ্রমের মর্যাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শ্রমিকের জীবনের নিরাপত্তা ছাড়া উৎপাদনশীল মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রম ও মেধা দিয়ে যে উৎপাদন, তা থেকেই সমাজ বিকশিত হয়, পুঁজি বিকশিত হয়। কিন্তু মানুষ যখন কৃষি থেকে বিচ্যুত হয়ে শিল্পে এসেছে, তখন থেকে পুঁজিপতিরা ক্ষুদ্র থেকে দ্রুতই বড় হতে শুরু করে এবং যে মানুষ কৃষক থেকে শ্রমিকে রূপান্তরিত হয়েছে, তারা সত্যিকার অর্থে সর্বহারা শ্রেণি হিসেবে আরও কঠিন পরিস্থিতিতে পড়ে। মে দিবস এই পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে।
আজ সোমবার(০১মে) সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে শুরু করে মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে র্যালী।
র্যালীতে যোগ দেন জাতীয় শ্রমিক লীগ মোংলা বন্দর আন্ঞ্চলিক শাখা,মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ,মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ,মোংলা পৌরসভা ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়ন মোংলা ওয়ার্কশপ ইউনিয়ন শ্রমিক কর্মচারী নেত্রীবৃন্দ অংশ নেন।এবং পরে শ্রমিক কর্মচারী সংঘ মিলনায়তনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মোংলা শ্রমকল্যান কেন্দ্র অফিসার ডা,চাদ মোহাম্মদ শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ সাধারণ সম্পাদক মোঃওমর ফারুক সেন্টু।এসময় বক্তব্য বলেন মোংলা বন্দরে সকল শ্রমিক কর্মচারীদের কল্যানে দীর্ঘদিন ধরে পাশে থেকে কাজ করে আসছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।তাদের প্রচেষ্টায় মোংলা বন্দর শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে যেতে পারছেন।মজুরী বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা পেতে সিটি মেয়র ও উপমন্ত্রী সর্বহ্মনিক পাশে রয়েছেন।বক্তৃতায় খালেক হাবিবুন নাহারকে শ্রমজীবী মানুষের দরদী নেতা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিক নেতৃবৃন্দরা।