বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানীতে রিকশা সিন্ডিকেট বন্ধের দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে প্রতিবন্ধীরা।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে শত শত অসহায় প্রতিবন্ধীরা বনানী ১১ নাম্বার রোডে অবস্থান নেয়। পরবর্তীতে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং অপারেশন ওসি ইসরাফিল অহমেদ এর আশ্বাসে প্রতিবন্ধীরা রাস্তা থেকে সরে যায়।
প্রতিবন্ধীরা অভিযোগ করেন, উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত ১৬০টা রিকশার মধ্যে প্রায় সবগুলোই নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। বনানী সোসাইটির কিছু অসাধু লোক সহ, রিকশা মালিক সমিতির লোকেরা এই লাইসেন্স গুলো অন্যত্র বিক্রি করে দিচ্ছে। যার কারনে আসল প্রতিবন্ধীরা সুবিধা পাচ্ছে না।
প্রতিবন্ধীরা বলেন, দীর্ঘ ৪-৫ বছর ধরে তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তারা মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে বলেন দাবি না মানা পর্যন্ত তাদের অন্দোলন চালিয়ে যাবেন।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবন্ধীরা বনানী ১১ নাম্বার রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল। পরে আমরা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে প্রতিবন্ধীরা রাস্তা থেকে সরে যায়।