নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উড়ালসড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে শিশুটি মারা যায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কাদির ইমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মহাখালী ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সামনে রেললাইনে লোকজনের জটলা দেখতে পান। কাছে গিয়ে দেখেন ১২ বছরের ছেলেশিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে তাকে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। নিহত শিশুটির পরনে ফুলহাতা সবুজ গেঞ্জি ও কালো রঙের প্যান্ট ছিল।
মহাখালীর কয়েকজন বাসিন্দা জানান, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে মহাখালীর আশপাশ এলাকায় হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তার বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।
দুর্ঘটনাস্থলে কর্তব্যরত বনানী থানার উপপরিদর্শক (এসআই) মতিন বিশ্বাস জানান, শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পথশিশু বলে ধারণা করা হচ্ছে। তার ছবি আশপাশের মানুষকে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন এক পথচারী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় ওপর থেকে একটি রড পড়ে ওই শিশুর মাথায় ঢুকে যায়। ঢামেকে জরুরি বিভাগে শিশুটির মৃত্যু হয়। তার মাথায় গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।