সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ দুইজন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
আহতের পরিবার ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো প্রতিবেশী হাসিব হাওলাদার গ্যাংদের সাথে। জমিজমা নিয়ে উভয়ের মধ্যেই আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতে মামলা অগ্রাহ্য করে বুধবার সকালে হাসিব গ্যাং শাহজাহানের জমির মাটি কাটতে শুরু করে। এ সময় জমির মালিক শাহজাহান হাসিব গ্যাংদের বাঁধা দিলে তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওই সময় শাহজাহানের নাতনি শিলা মনি (১৪) সেখানে ছুটে গেলে তাকেও মারধর করে আহত করেন হাসিব গ্যাং। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহজাহান ও শিলা মনিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিব গংদের হামলায় শাহজাহানের মাথায় ও হাতে দায়ের কোপে মারাত্মক জখম ও শিলা মনির শরীরে ফুলা জখম হয়।
এ ঘটনায় আহত শাহজাহানের স্ত্রী হারেফা বেগম বাদী হয়ে হামলাকারী হাসিব, নুর মোহাম্মদ, লুৎফর, আজিজুলের বিরুদ্ধে বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।