পার্বত্য চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগ মো. আলী আশরাফ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরের ৯ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। সিএমপির পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। সাদিকুর রহমান জানান, এই ঘটনায় পাঁচলাইশ থানায় ভিকটিমের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
অপহৃত কিশোরী রাঙামাটি সদর উপজেলার রাঙ্গাপানি এলাকার এক ব্যবসায়ির কন্যা। সে রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় এক নিকট আত্মীয়ের বাসায় থেকে কোচিং করছিল। আর অপহরণে অভিযুক্ত যুবক মো. আলী আশরাফ রাঙামাটি সদরের রাঙ্গাপানি ১ নং ওয়ার্ডের পুরাতন পাড়ার ইউসুফ মিয়ার ছেলে।
অপহৃত কিশোরীর বাবার থানায় দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করেন, মো. আলী আশরাফ নামক ওই যুবক তার কিশোরী কন্যাকে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যোক্ত করে আসছিল। এতে তিক্তবিরক্ত ও মানসম্মানের ভয়ে কন্যাকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকায় এক নিকট আত্মীয়ের বাসায় রেখে কোচিংয়ে ভর্তি করে দেন। গত ১১ এপ্রিল সকালে তার কিশোরী কন্যা কোচিংয়ের উদ্যোশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। এই ঘটনায় সিএমপির পাঁচলাইশ থানায় তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তিনি জানতে পারেন চট্টগ্রামেও কোচিংয়ে যাতায়াতের পথে তার কিশোরী কন্যাকে আলী আশরাফ নামক ওই যুবক প্রেমের প্রস্তাবের পাশাপাশি নানাভাবে উত্ত্যোক্ত করে আসছে। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক নুরুল আমিন জানান, ভিকটিমকে রাজশাহী মহানগরের ৯ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাসায় থেকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর ভিকটিমকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।