সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐকমত থাকা জরুরি। তাই সংঘাত নয়, ঐক্যের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।
মোংলা উপজেলা শান্তি সম্পৃতি সহায়ক গ্রুপের(পিএফজি)আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আজ শনিবার (০৩জুন) সকাল ১০ টায় মোংলা শহরের রিমঝিম হল চত্বরে আয়োজিত ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ মানববন্ধন আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তি সম্প্রতি সহায়কগ্রুপের(পিএফজি)মোংলা সমন্বয়কারী সম্পাদক মো:নূর আলম শেখ।এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,সিপিবিসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানবমন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মো:ইব্রাহিম হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,শেখ শাকির হোসেন,বিএনপি নেতা,এরশাদুরজ্জামান সেলিম জাতীয় পার্টির নেতা,কমরেড নাজমুল হক,সিপিবি নেতা,মোঃ হারুন গাজী ওয়ার্কাস নেতা,হাবিব মাষ্টার, জাসদ নেতা,কমলা সরকার,নারী নেত্রী,শিকদার ইয়াসিন আরাফাত,ছাত্রলীগ নেতা,সুস্মিতা মন্ডল,ইয়ুথ পিস্ এম্বাসেডর, নাসির হোসেন ছাত্রদল নেতা,মেহেদী হাসান বাবু,এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা।
মানববন্ধনে বক্তারা বলেন
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে এবং শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগনের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গনতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ।