দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ৩৭ জন মেধাবী ছাত্রীর হাতে তুলে দেয়া হয়েছে বাইসাইকেল। নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে পাওয়া এই উপহার শুধু বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রেই নয় বরং বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও কুসংস্কার প্রতিরোধে ব্যবহার করার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুন) সদর উপজেলা পরিষদ চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে ৩৭টি বাইসাইকেল।
সাইকেল পাওয়া এসব ছাত্রীর জন্য বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিটি গ্রামে ঘুরে বাল্য বিবাহ, উচ্চ শিক্ষিত, ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে পারবে এই ছাত্রীরা।
স্থানীয়, নারী উন্নয়ন ফোরাম একটি প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদে নারী উন্নয়ন ফোরাম সভাপতি ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যন জেসমিন আরা জোস্নার সভাপতিত্বে বক্তব্যে রাখেন সদর উপজেলার চেয়ারম্যন ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এইচ,এম, মাগফিরুল হাসান আব্বাসী,পুরুষ ভাইস চেয়াম্যন কিশোর কুমার,আওয়ালীগ নেতা রেজাউল করিম রাখিসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..