বনানী (ঢাকা) প্রতিনিধিঃ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি শ্লোগানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি || সবুজে বাস – বারো মাস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মহাখালীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। পরে তিনি তরুনদের মাঝে ফলজ চারা বিতরণ করেন।
মেয়র বলেন, একসময় এই ঢাকা ছিল গাছ-পালায় ভরপুর। মাটি ছিল উর্বর। নিজেদের স্বার্থের কথা ভাবতে গিয়ে বনভূমি উজাড় করে ফেলেছি। এখন রাস্তায় বের হলে আর আগের মতো ছায়া পাই না। বিশুদ্ধ অক্সিজেন হাব কোথাও নেই। অসহ্য তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকি। প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে। তাই মনে হলো আর গাছ কেটে ফেললেন, এটা করা যাবে না।
এর আগে মেয়রের ঘোষণা অনুযায়ী উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণের অংশ হিসেবে আমতলী-গুলশান সড়কের রোড ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসেইন মোহাম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম, বনসংরক্ষক আর এস এম মনিরুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান প্রমুখ।