সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি স্কুল মাঠে ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৭জুলাই)বিকালে ০৪ টায় চিলা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলায় ৬নং চিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেনের সভাপতিত্বে।চিলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
প্রধান অতিথির বক্তব্য বলেন-বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতায় ক্রীয়ার উন্নয়নে বিশেষ অবদান রাখছে।আমরা মাদকে আসক্ত যেন না হই খেলাধুলায় মন দেই।খেলাধুলা শরীর মন ও মস্তিষ্ককে ভালো রাখে।বর্তমান সরকার প্রত্যান্ত অঞ্চলে ফুটবল ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মান করছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের আবার ও শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।
বক্তব্যর পরে খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময়,জাতীয় সংগীত পরিবেশনের পরে শুভ উদ্ভধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শামসুদ্দিন,সাবেক ভাইচ চেয়ারম্যান নূর আলম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাসউপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, লুৎফর রহমান ও দিনার গোলদার।
ফুটবল টুর্নামেন্টে মিঠাখালী একাদশ সুন্দরবন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার তুলে দেন মাননীয় উপমন্ত্রী।